ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ বিজ্ঞপ্তী ::
সাপ্তাহিক যায় সময় পক্ষ থেকে লেখা আহবান

শান্তিবাড়িতে কথাসাহিত্যিক তাসরিবা খান’এর “কাঁটাতারের পরিযান” উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৮:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১৯৭ বার পড়া হয়েছে

গত বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারী, ঢাকার লালমাটিয়ার শান্তিবাড়িতে কথাসাহিত্যিক তাসরিবা খান’এর “কাঁটাতারের পরিযান” উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তিবাড়িতে আয়োজিত কথাসাহিত্যিক তাসরিবা খানের সভাপতিত্বে বরেণ্য কথাসাহিত্যিক দীলতাজ রহমান, লেখক,এক্টিভিস্ট ও ফিল্মমেকার মুনমুন শারমিন শামস্, বীর মুক্তিযোদ্ধা ও লেখক জিয়াউল হক, কবি এবং আর্টিস্ট ফুলেশ্বরী প্রিয়নন্দিনি, লেখক তৈয়ব রহমান এবং প্রকাশক,সম্পাদক ও লেখক মঈন মুরসালিন আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রকাশক,সম্পাদক ও লেখক মেহেদী হাসান শোয়েব, মিডিয়া ব্যক্তিত্ব সুমনা সুমি,লেখক আফরোজা খানম,লেখক মাহবুব সওকত প্রমুখ কবিতা পাঠ এবং সাহিত্য আলোচনা করে। এবং উপন্যাসকে কেন্দ্র করে ছিল লেখকের কাছে প্রশ্ন পর্বও। তা থেকেও উপন্যাসটির সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।

কথাসাহিত্যিক তাসরিবা খানের সদ্য প্রকাশিত উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে সাহিত্য সভা, সাহিত্য জগতে সবার মনোজগতের আদান-প্রদান বিনিময়ের বাহক হয়ে কজ করবে।

আরও অনুষ্ঠানে প্রাণ প্রতিষ্ঠা করেছে গায়িকা নীপা এবং গায়ক শ্রাবণ বিভিন্ন সময়ের বাংলাছায়াছবির গান গেয়ে। অনুষ্ঠানে সঞ্চালনা করেছে রোকসানা মহুয়া।

কথাসাহিত্যিক তাসরিবা খান কৃতজ্ঞতা স্বরূপ শান্তিবাড়ি লাইব্রেরিতে তাঁর উপন্যাস “কাঁটাতারের পরিযান” উপহার হিসেবে হস্তান্তর করেন শান্তিবাড়ির কর্ণধার মুনমুন শারমিন শামস্ কে।

কূপমন্ডুকতা ও কুসংস্কার দূর করতে এবং প্রগতিশীল সমাজ বিনির্মানে “কাঁটাতারের পরিযান” অনবদ্য ভূমিকা পালন করবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকগন।সাথে এই উপন্যাস পাঠক সমাদৃত হবে বলেও তাঁরা মনে করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শান্তিবাড়িতে কথাসাহিত্যিক তাসরিবা খান’এর “কাঁটাতারের পরিযান” উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

গত বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারী, ঢাকার লালমাটিয়ার শান্তিবাড়িতে কথাসাহিত্যিক তাসরিবা খান’এর “কাঁটাতারের পরিযান” উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তিবাড়িতে আয়োজিত কথাসাহিত্যিক তাসরিবা খানের সভাপতিত্বে বরেণ্য কথাসাহিত্যিক দীলতাজ রহমান, লেখক,এক্টিভিস্ট ও ফিল্মমেকার মুনমুন শারমিন শামস্, বীর মুক্তিযোদ্ধা ও লেখক জিয়াউল হক, কবি এবং আর্টিস্ট ফুলেশ্বরী প্রিয়নন্দিনি, লেখক তৈয়ব রহমান এবং প্রকাশক,সম্পাদক ও লেখক মঈন মুরসালিন আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রকাশক,সম্পাদক ও লেখক মেহেদী হাসান শোয়েব, মিডিয়া ব্যক্তিত্ব সুমনা সুমি,লেখক আফরোজা খানম,লেখক মাহবুব সওকত প্রমুখ কবিতা পাঠ এবং সাহিত্য আলোচনা করে। এবং উপন্যাসকে কেন্দ্র করে ছিল লেখকের কাছে প্রশ্ন পর্বও। তা থেকেও উপন্যাসটির সম্পর্কে ইতিবাচক ধারণা পেয়েছেন উপস্থিত অতিথিবৃন্দ।

কথাসাহিত্যিক তাসরিবা খানের সদ্য প্রকাশিত উপন্যাসের আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে সাহিত্য সভা, সাহিত্য জগতে সবার মনোজগতের আদান-প্রদান বিনিময়ের বাহক হয়ে কজ করবে।

আরও অনুষ্ঠানে প্রাণ প্রতিষ্ঠা করেছে গায়িকা নীপা এবং গায়ক শ্রাবণ বিভিন্ন সময়ের বাংলাছায়াছবির গান গেয়ে। অনুষ্ঠানে সঞ্চালনা করেছে রোকসানা মহুয়া।

কথাসাহিত্যিক তাসরিবা খান কৃতজ্ঞতা স্বরূপ শান্তিবাড়ি লাইব্রেরিতে তাঁর উপন্যাস “কাঁটাতারের পরিযান” উপহার হিসেবে হস্তান্তর করেন শান্তিবাড়ির কর্ণধার মুনমুন শারমিন শামস্ কে।

কূপমন্ডুকতা ও কুসংস্কার দূর করতে এবং প্রগতিশীল সমাজ বিনির্মানে “কাঁটাতারের পরিযান” অনবদ্য ভূমিকা পালন করবে, সেই আশাবাদ ব্যক্ত করেছেন আলোচকগন।সাথে এই উপন্যাস পাঠক সমাদৃত হবে বলেও তাঁরা মনে করেন।