ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ বিজ্ঞপ্তী ::
সাপ্তাহিক যায় সময় পক্ষ থেকে লেখা আহবান

কবিতা : নাম দিয়েছো তিলোত্তমা আমায়

  • আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • / ৫১ বার পড়া হয়েছে

নাম দিয়েছো তিলোত্তমা আমায়

আ শ রা ফু ল ই স লা ম

নাম দিয়েছো তিলোত্তমা আমায়
ধুলায় ধূসরিত আজব শহর এক।
হে মানব সেই সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা থেকে গভীর রাত অবধি
ব্যস্ত নাগরিক জীবনের সঙ্গী কেবলই আমি
তোমরাইতো অলি-গলি রাজপথ সারাক্ষণ
বিদীর্ণ করেছো আমায় যান্ত্রিক বাহনে।
থমকে দাঁড়াও শুধু লাল নীল সিগনালে
নাকাল হওয়া যানজট কিম্বা অসহ্য গরমের ফুটপাতে
নিজেকে নিয়েই বড্ড বেশি ব্যস্ত তোমরা
এই নিজেকে ছাড়া অন্য কাউকে চেনার সময় কোথায়
তোমাদের এই যান্ত্রিক সভ্যতায় ।
কল কারখানার নির্গত কালো ধোঁয়া
বিষাক্ত বর্জ্যে দূষিত করেছো আমার আকাশ বাতাস
ভরাট করেছো বুড়িগঙ্গা, তুরাগ বালু
আশপাশের নদী খাল সব
এই আমি নাকি তিলোত্তমা; শুনলে লজ্জায় মরে যাই ।
হে প্রকৃতির বৈরী হাওয়া প্রিয়তমা তোমাকে সালাম
তোমার আগমনে আজ বুঝতে পেরেছে সবাই
শাহবাগ থেকে উত্তরা, ধানমন্ডি থেকে রামপুরা
চারিদিকে আজ সবুজের বেস্টনি কতটা দরকার
যেখানে গাছে গাছে ফুল পাখি করবে খেলা
এখানে ওখানে বসবে শুধুই সবুজের মেলা
আর তারই সান্নিধ্যে আমিও ধন্য হতাম
হতে পারতাম সত্যিকারের তিলোত্তমা ঢাকা।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কবিতা : নাম দিয়েছো তিলোত্তমা আমায়

আপডেট সময় : ০৬:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

নাম দিয়েছো তিলোত্তমা আমায়

আ শ রা ফু ল ই স লা ম

নাম দিয়েছো তিলোত্তমা আমায়
ধুলায় ধূসরিত আজব শহর এক।
হে মানব সেই সকাল থেকে সন্ধ্যা
সন্ধ্যা থেকে গভীর রাত অবধি
ব্যস্ত নাগরিক জীবনের সঙ্গী কেবলই আমি
তোমরাইতো অলি-গলি রাজপথ সারাক্ষণ
বিদীর্ণ করেছো আমায় যান্ত্রিক বাহনে।
থমকে দাঁড়াও শুধু লাল নীল সিগনালে
নাকাল হওয়া যানজট কিম্বা অসহ্য গরমের ফুটপাতে
নিজেকে নিয়েই বড্ড বেশি ব্যস্ত তোমরা
এই নিজেকে ছাড়া অন্য কাউকে চেনার সময় কোথায়
তোমাদের এই যান্ত্রিক সভ্যতায় ।
কল কারখানার নির্গত কালো ধোঁয়া
বিষাক্ত বর্জ্যে দূষিত করেছো আমার আকাশ বাতাস
ভরাট করেছো বুড়িগঙ্গা, তুরাগ বালু
আশপাশের নদী খাল সব
এই আমি নাকি তিলোত্তমা; শুনলে লজ্জায় মরে যাই ।
হে প্রকৃতির বৈরী হাওয়া প্রিয়তমা তোমাকে সালাম
তোমার আগমনে আজ বুঝতে পেরেছে সবাই
শাহবাগ থেকে উত্তরা, ধানমন্ডি থেকে রামপুরা
চারিদিকে আজ সবুজের বেস্টনি কতটা দরকার
যেখানে গাছে গাছে ফুল পাখি করবে খেলা
এখানে ওখানে বসবে শুধুই সবুজের মেলা
আর তারই সান্নিধ্যে আমিও ধন্য হতাম
হতে পারতাম সত্যিকারের তিলোত্তমা ঢাকা।