ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ বিজ্ঞপ্তী ::
সাপ্তাহিক যায় সময় পক্ষ থেকে লেখা আহবান

মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

  • আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ২১০ বার পড়া হয়েছে

বুধবার (১ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন। ২৮ অক্টোবর ও পরবর্তী কর্মসূচিতে বিএনপির হামলায় আহত হন এই পুলিশ সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ওই দিন সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে। প্রধান বিচারপতির বাসভবনে যখন তারা আক্রমণ করে তখন তাদের নেতাদের সঙ্গে কথা বলা হয় তাদের নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তাদের সঙ্গে কথা বলার পরে পুলিশের ওপর আক্রমণের মাত্রা আরও বেড়েছে।

তিনি বলেন, ওই দিন তারা হঠাৎ করে একটি বাসে আগুন দিয়েছে। এরপরে গাড়িতে হামলা করেছে। জনগণের জানমাল রক্ষার জন্য পুলিশের দায়িত্ব হিসেবে যেটুকু শক্তি প্রয়োগ করার প্রয়োজন ছিল সেটুকু করা হয়েছে।

আইজিপি বলেন, কোনও কর্মসূচি পালন করা মানুষের অধিকার। কিন্তু সাধারণ মানুষেরও স্বাভাবিকভাবে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে। এই স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য মারা যাওয়ার পরেও পুলিশ সদস্যরা ধৈর্যের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। সেদিন নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। সংঘটিত প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: আইজিপি

আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩

বুধবার (১ নভেম্বর) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের সামনে এ কথা বলেন। ২৮ অক্টোবর ও পরবর্তী কর্মসূচিতে বিএনপির হামলায় আহত হন এই পুলিশ সদস্যরা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ওই দিন সমাবেশ যাতে শান্তিপূর্ণ হয় সেজন্য পুলিশ নিরাপত্তার ব্যবস্থা করে। প্রধান বিচারপতির বাসভবনে যখন তারা আক্রমণ করে তখন তাদের নেতাদের সঙ্গে কথা বলা হয় তাদের নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু তাদের সঙ্গে কথা বলার পরে পুলিশের ওপর আক্রমণের মাত্রা আরও বেড়েছে।

তিনি বলেন, ওই দিন তারা হঠাৎ করে একটি বাসে আগুন দিয়েছে। এরপরে গাড়িতে হামলা করেছে। জনগণের জানমাল রক্ষার জন্য পুলিশের দায়িত্ব হিসেবে যেটুকু শক্তি প্রয়োগ করার প্রয়োজন ছিল সেটুকু করা হয়েছে।

আইজিপি বলেন, কোনও কর্মসূচি পালন করা মানুষের অধিকার। কিন্তু সাধারণ মানুষেরও স্বাভাবিকভাবে রাস্তায় চলাচল করার অধিকার রয়েছে। এই স্বাভাবিক চলাচলে বাধাগ্রস্ত করলে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্য মারা যাওয়ার পরেও পুলিশ সদস্যরা ধৈর্যের সঙ্গে পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছেন। সেদিন নিজের জীবন বাজি রেখে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। সংঘটিত প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।