ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ায়

রেজাউল বেপারী নিরব

একজন বিবাহিতা নারী,, যখন জেনে অথবা অজান্তে কোনো পুরুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ………
সে জানে যে, তারা কখনোই একাত্ম হতে পারবে না।। কখনোই একে অপরকে আপন করে পেতে পারে না ……..
তবুও,, ভালবাসার সূতো দিয়ে সম্পর্কের মালা গেঁথে চলে ………….
তবে কি এই সমাজের নিয়ম-রীতি সে মানে না ?? জানে না সম্পর্কের সীমাবদ্ধতা ??
অবশ্যই সে বোঝে সামাজিক রীতি-নীতি,, সম্পর্কের সীমাবদ্ধতা সম্বন্ধে সে দারুণ ওয়াকিবহাল।।
তবুও,, কিছু সময়ের জন্য সে ভুলে যেতে চায়,, নিজের দায়-দায়িত্ব। নিস্তার পেতে চায়, কর্তব্যের বেড়াজাল থেকে।।
কিছু টক-ঝাল-মিষ্টি অভিজ্ঞতা,, অন্য পুরুষের সঙ্গে শেয়ার করে,, নিজেকে হাল্কা করে নেওয়ার চেষ্টা করে।।
যেটা নিজের একান্ত আপনজনের কাছেও বর্ণনা করে উঠা হয়নি,, সেটাই বর্ণনা করে ফেলে।।
দীর্ঘদিন ধরে মনের অন্দরে জমে থাকা অনুভূতি গুলো শেয়ার করে,, আনন্দ উপভোগ করে থাকে।। একটু প্রাণখুলে হাসতে চায়,, সে।।
সে চায়,, তাকেও কেউ বুঝুক,, জানুক।। সারাদিন সকলকে নিয়ে ভেবে চলা নারী চায়,, কেউ অন্তত তাকে নিয়েও ভাবুক।।
সে নিজের মনের ভিতর জমে থাকা এমন কিছু কথা বলতে চায়,, যেটা সম্পর্ক এবং দায়বদ্ধতার শিকল থেকে মুক্ত।।
যেখানে ঘরদোর পরিস্কারের টেনশন নেই।। রান্না বান্নার ঝক্কি নেই। বয়স্ক শ্বশুর-শাশুড়ির দেখভালের দায়িত্ব নেই,, ছেলেকে স্কুল-কলেজে পাঠানোর দায়বদ্ধতা নেই।।
সে কিছুটা সময় দায়ভার মুক্ত হতে চায়।।
কখনো হাবিজাবি কথা,, কখনো ছোটছোট খুশি,, কখনো মনের গভীরে জমে থাকা সীমাহীন যন্ত্রণা বর্ণনা করে,, নিজেকে চিন্তামুক্ত রাখতে চায়।। আবার যখন তখন এই সম্পর্কে থেকে সরে আসতে কুন্ঠাবোধ ও করে না।
জানিনা,, রক্ষনশীল সমাজ এটাকে কোন নজরে দেখে।। কিন্তু ,, আমার মনে হয়, এটা নিস্পাপ এবং পবিত্র এক সম্পর্ক। নিখাদ এক বন্ধুত্ব।।
যেখানে চাওয়া পাওয়ার কিছু নাই।। আছে,, একে অপরের সুখ-দুখে অনেক দুরে থেকেও,, একাত্ম হয়ে যাওয়ার পবিত্র উদেশ্য।।
(ছবি ও লেখা সংগৃহীত) 🙏
👉লিখাটি ভাল লেগে থাকলে ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ইনবক্সে মেসেজ পাঠিয়ে সাথেই থাকবেন ❤️☺️
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোশ্যাল মিডিয়ায়

আপডেট সময় : ০৬:৪২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

সোশ্যাল মিডিয়ায়

রেজাউল বেপারী নিরব

একজন বিবাহিতা নারী,, যখন জেনে অথবা অজান্তে কোনো পুরুষের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ………
সে জানে যে, তারা কখনোই একাত্ম হতে পারবে না।। কখনোই একে অপরকে আপন করে পেতে পারে না ……..
তবুও,, ভালবাসার সূতো দিয়ে সম্পর্কের মালা গেঁথে চলে ………….
তবে কি এই সমাজের নিয়ম-রীতি সে মানে না ?? জানে না সম্পর্কের সীমাবদ্ধতা ??
অবশ্যই সে বোঝে সামাজিক রীতি-নীতি,, সম্পর্কের সীমাবদ্ধতা সম্বন্ধে সে দারুণ ওয়াকিবহাল।।
তবুও,, কিছু সময়ের জন্য সে ভুলে যেতে চায়,, নিজের দায়-দায়িত্ব। নিস্তার পেতে চায়, কর্তব্যের বেড়াজাল থেকে।।
কিছু টক-ঝাল-মিষ্টি অভিজ্ঞতা,, অন্য পুরুষের সঙ্গে শেয়ার করে,, নিজেকে হাল্কা করে নেওয়ার চেষ্টা করে।।
যেটা নিজের একান্ত আপনজনের কাছেও বর্ণনা করে উঠা হয়নি,, সেটাই বর্ণনা করে ফেলে।।
দীর্ঘদিন ধরে মনের অন্দরে জমে থাকা অনুভূতি গুলো শেয়ার করে,, আনন্দ উপভোগ করে থাকে।। একটু প্রাণখুলে হাসতে চায়,, সে।।
সে চায়,, তাকেও কেউ বুঝুক,, জানুক।। সারাদিন সকলকে নিয়ে ভেবে চলা নারী চায়,, কেউ অন্তত তাকে নিয়েও ভাবুক।।
সে নিজের মনের ভিতর জমে থাকা এমন কিছু কথা বলতে চায়,, যেটা সম্পর্ক এবং দায়বদ্ধতার শিকল থেকে মুক্ত।।
যেখানে ঘরদোর পরিস্কারের টেনশন নেই।। রান্না বান্নার ঝক্কি নেই। বয়স্ক শ্বশুর-শাশুড়ির দেখভালের দায়িত্ব নেই,, ছেলেকে স্কুল-কলেজে পাঠানোর দায়বদ্ধতা নেই।।
সে কিছুটা সময় দায়ভার মুক্ত হতে চায়।।
কখনো হাবিজাবি কথা,, কখনো ছোটছোট খুশি,, কখনো মনের গভীরে জমে থাকা সীমাহীন যন্ত্রণা বর্ণনা করে,, নিজেকে চিন্তামুক্ত রাখতে চায়।। আবার যখন তখন এই সম্পর্কে থেকে সরে আসতে কুন্ঠাবোধ ও করে না।
জানিনা,, রক্ষনশীল সমাজ এটাকে কোন নজরে দেখে।। কিন্তু ,, আমার মনে হয়, এটা নিস্পাপ এবং পবিত্র এক সম্পর্ক। নিখাদ এক বন্ধুত্ব।।
যেখানে চাওয়া পাওয়ার কিছু নাই।। আছে,, একে অপরের সুখ-দুখে অনেক দুরে থেকেও,, একাত্ম হয়ে যাওয়ার পবিত্র উদেশ্য।।
(ছবি ও লেখা সংগৃহীত) 🙏
👉লিখাটি ভাল লেগে থাকলে ফেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ইনবক্সে মেসেজ পাঠিয়ে সাথেই থাকবেন ❤️☺️