ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

ভালবাসায় প্রেম

ভালবাসায় প্রেম

বনানী সিনহা

*******************************

যতবারই প্রেমে পরতে চাই….

ঠিক ততবারই শুধু ভালবাসা হয়ে যায়।

আগাছার মতো প্রতিনিয়তই বেড়ে ওঠে,

অসংখ্য চাওয়া পাওয়া,ভালবাসাকে ঘিরে।

তারপরও, হৃদয় ভূমিকে উর্বর করতে

উপড়ে ফেলি কিছু অপ্রয়োজনীয় প্রত্যাশা।

দু-একটা যদিও উঠেও যায়, তবে

অধিকাংশেরই মূলটা রয়েই যায়।

তাই বুঝি; সত্ত্ব গুণ ক্ষণিকের অতিথি রূপে এসে

অবশেষে রজঃ গুণকেই উপহার দেয়।

এদিকে তমঃ গুণের আতঙ্কে হৃদয়টা চিৎকার করে উঠে।

দেহ ক্ষেত্রে ত্রিগুণের যুদ্ধ সত্যিই অভাবনীয়।

হৃদকর্ষণে কামনার আগাছা নাশ করতে

ভালবাসার সহিত নিষ্কাম প্রেম যে অবশ্যম্ভাবী..।

হে প্রকৃত প্রেমের দেবী ‘শ্রীরাধিকা’…..

কৃপা করে, আমায় একটু পরমাত্মীয় প্রেম দাও…

তবেই যে ত্রিগুণাতীত আত্মার মিলন পরমাত্মায়।

“”””””””””””””””””””””””

রচিত:১৯শে মে ২০২৩,নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভালবাসায় প্রেম

আপডেট সময় : ০৪:১৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

ভালবাসায় প্রেম

বনানী সিনহা

*******************************

যতবারই প্রেমে পরতে চাই….

ঠিক ততবারই শুধু ভালবাসা হয়ে যায়।

আগাছার মতো প্রতিনিয়তই বেড়ে ওঠে,

অসংখ্য চাওয়া পাওয়া,ভালবাসাকে ঘিরে।

তারপরও, হৃদয় ভূমিকে উর্বর করতে

উপড়ে ফেলি কিছু অপ্রয়োজনীয় প্রত্যাশা।

দু-একটা যদিও উঠেও যায়, তবে

অধিকাংশেরই মূলটা রয়েই যায়।

তাই বুঝি; সত্ত্ব গুণ ক্ষণিকের অতিথি রূপে এসে

অবশেষে রজঃ গুণকেই উপহার দেয়।

এদিকে তমঃ গুণের আতঙ্কে হৃদয়টা চিৎকার করে উঠে।

দেহ ক্ষেত্রে ত্রিগুণের যুদ্ধ সত্যিই অভাবনীয়।

হৃদকর্ষণে কামনার আগাছা নাশ করতে

ভালবাসার সহিত নিষ্কাম প্রেম যে অবশ্যম্ভাবী..।

হে প্রকৃত প্রেমের দেবী ‘শ্রীরাধিকা’…..

কৃপা করে, আমায় একটু পরমাত্মীয় প্রেম দাও…

তবেই যে ত্রিগুণাতীত আত্মার মিলন পরমাত্মায়।

“”””””””””””””””””””””””

রচিত:১৯শে মে ২০২৩,নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।