ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

জীবন-তরী

জীবন-তরী 

বনানী সিনহা 

………………………………………

চলছে জীবন তরী উজান কিবা ভাটির দিকে

তাতে কি? করেছে কি আমায় এতটুকু ফিকে!

রঙ বেরঙের কত নৌকায় হয় চেনা জানা

বুঝে না বুঝেই ভেড়ে আমার নৌকো খানা।

আনমনে ভেবেই চলি আমার পাল তুলে

অন্য হাতের বৌঠাতেও চলি,পাল যায় খুলে।

সত্য এটাই নৌকা চলে কখনো কারও ইচ্ছায়

বয়ে চলে তখনো জীবন নিজের অনিচ্ছায়।

হাল ছেড়ে দিলে হয়তো পেয়ে যাবো স্বাধীনতা

জীবন তরী চায় না কখনো, এহেন দীনতা।

ঝড় তুফানে পড়ে যখন ভাসি নীল দরিয়ায়

মুখোশধারী বন্ধু স্বজন দূর থেকে দূরে সরে যায়।

প্রতিকূল কাটিয়ে নৌকা যখন আবার অনুকূলে

যাবো না ভুলে প্রকৃত মিত্র,রাখবো হৃদয়ে তুলে।

সময় স্রোতে তাল মিলিয়ে ভেসে যাই নিরবধি

কতদূর ভাসবে নৌকা আমার কোন সে অবধি?

…………………………..

 

রচিত: ১১ এপ্রিল ২০২৩ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবন-তরী

আপডেট সময় : ০৪:৩১:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩

জীবন-তরী 

বনানী সিনহা 

………………………………………

চলছে জীবন তরী উজান কিবা ভাটির দিকে

তাতে কি? করেছে কি আমায় এতটুকু ফিকে!

রঙ বেরঙের কত নৌকায় হয় চেনা জানা

বুঝে না বুঝেই ভেড়ে আমার নৌকো খানা।

আনমনে ভেবেই চলি আমার পাল তুলে

অন্য হাতের বৌঠাতেও চলি,পাল যায় খুলে।

সত্য এটাই নৌকা চলে কখনো কারও ইচ্ছায়

বয়ে চলে তখনো জীবন নিজের অনিচ্ছায়।

হাল ছেড়ে দিলে হয়তো পেয়ে যাবো স্বাধীনতা

জীবন তরী চায় না কখনো, এহেন দীনতা।

ঝড় তুফানে পড়ে যখন ভাসি নীল দরিয়ায়

মুখোশধারী বন্ধু স্বজন দূর থেকে দূরে সরে যায়।

প্রতিকূল কাটিয়ে নৌকা যখন আবার অনুকূলে

যাবো না ভুলে প্রকৃত মিত্র,রাখবো হৃদয়ে তুলে।

সময় স্রোতে তাল মিলিয়ে ভেসে যাই নিরবধি

কতদূর ভাসবে নৌকা আমার কোন সে অবধি?

…………………………..

 

রচিত: ১১ এপ্রিল ২০২৩ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।