সন্ন্যাসী তুমি
মাহমুদা সুলতানা
—————————
তোমার কখনো সময় হয়নি
আমাকে দেওয়ার।
কেমন বোকা দেখ সময় কি দেওয়া যায়।
চেয়েছি সেই অদেয় সময়।
দোষ কিছু করনি তুমি,
আমি ছিলেম বদ্ধ উন্মাদ।
পাগলের পাগলামি দেখার সময় কোথায় সন্ন্যাসীর।
ফিরে দেখার ইচ্ছে বল সময় বল
কিছু ই ছিল না মাতালের পাওনা।
তবু আছে অপেক্ষা।
খিনু আশা মনের কোনে এতটা প্রেম উপেক্ষা করা যায় না যে—
সেই হয়তো ভুল।পেল শুধু উপেক্ষা আর উপেক্ষা।
তাতে কি? তবু তো পেলে।
হোক সে উপেক্ষা।
যদি ধরা দেয় তবে কি আর চাঁদ থাকা যায়।
চাঁদের এবড়ো খেবড়ো কঠিন শিলা লুকাবার ছল হতে পারে।
তবু কেউ চাঁদের বুকে ঘর বাধার স্বপ্ন দেখে।
তাতে চাঁদের কি বা যায় আসে।
বিচ্ছেদে প্রেম বাঁচে
মিলনে ধূলায় লুটয়।
কখন যেন প্রেম চালের মাঝে কাকড় উৎসৃষ্ট হয়ে যায়।