দুঃশাসনের হাত
আবদুল মাজেদ
ক্ষতি কী তোমার তাতে,
যদি আমি দুঃশাসন হই?
তুমি তো দ্রুপদ-নন্দিনী নও!
তুমি অক্ষতযোনী-অনাঘ্রাতা।
পালাক্রমে পঞ্চস্বামীর অঙ্কশায়িনী
হতে হয় না তোমাকে।
স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি-জ্ঞানে
পাশার চালে তোমাকে বাজি ধরবে
এমন দণ্ডমুণ্ডের কর্তা তোমার নেই।
আমার হাত তাই কোনো ছুতোয়
তোমার নীলাম্বরীর আঁচলের পাবে না নাগাল।
আমি দুঃশাসন হলে
তোমার কী বা এসে যায়?