ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

দুঃশাসনের হাত

  • কবি : আবদুল মাজেদ
  • আপডেট সময় : ১০:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ৩৭ বার পড়া হয়েছে

দুঃশাসনের হাত

আবদুল মাজেদ

ক্ষতি কী তোমার তাতে,
যদি আমি দুঃশাসন হই?
তুমি তো দ্রুপদ-নন্দিনী নও!
তুমি অক্ষতযোনী-অনাঘ্রাতা।
পালাক্রমে পঞ্চস্বামীর অঙ্কশায়িনী
হতে হয় না তোমাকে।
স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি-জ্ঞানে
পাশার চালে তোমাকে বাজি ধরবে
এমন দণ্ডমুণ্ডের কর্তা তোমার নেই।
আমার হাত তাই কোনো ছুতোয়
তোমার নীলাম্বরীর আঁচলের পাবে না নাগাল।
আমি দুঃশাসন হলে
তোমার কী বা এসে যায়?
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুঃশাসনের হাত

আপডেট সময় : ১০:২৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

দুঃশাসনের হাত

আবদুল মাজেদ

ক্ষতি কী তোমার তাতে,
যদি আমি দুঃশাসন হই?
তুমি তো দ্রুপদ-নন্দিনী নও!
তুমি অক্ষতযোনী-অনাঘ্রাতা।
পালাক্রমে পঞ্চস্বামীর অঙ্কশায়িনী
হতে হয় না তোমাকে।
স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি-জ্ঞানে
পাশার চালে তোমাকে বাজি ধরবে
এমন দণ্ডমুণ্ডের কর্তা তোমার নেই।
আমার হাত তাই কোনো ছুতোয়
তোমার নীলাম্বরীর আঁচলের পাবে না নাগাল।
আমি দুঃশাসন হলে
তোমার কী বা এসে যায়?