ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...
আপনার যদি কানাডায় ফ্যামিলি মেম্বার থাকে যে কি না কানাডার permanent residents বা সিটিজেন তাহলে কানাডায় আসা এর চেয়ে সহজ আর কিছু নেই। আপনাকে তারা একেবারেই উড়িয়ে নিয়ে যাবে কানাডায়

কানাডায় যাওয়ার সহজ মাধ্যম

কানাডায় বৈধভাবে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রায় সবগুলোতেই রয়েছে অনেকগুলো criteria বা শর্ত। যেগুলো পূরণ না হলে আবেদন মঞ্জুর হয় না। কানাডায় আসার ভিসা পাওয়া যায় না। যে কোনো ইকোনমিক ইমিগ্রেশনের জন্য দরকার হাই এডুকেশনাল সার্টিফিকেট, excellent English proficiency, জবের অভিজ্ঞতা ও বয়সের criteria মিট করা।
আর অয়ার্ক পারমিটের জন্য আপনার অবশ্যই জব অফার ম্যানেজ করতে হবে। এসব হলো কানাডায় বৈধভাবে আসার উপায়।
তবে আরেকটা উপায় আছে যেখানে বৈধভাবেও আসা যায়, আবার এসব কোনো শর্তও মানা লাগে না।
sponsorship :
আপনার যদি কানাডায় ফ্যামিলি মেম্বার থাকে যে কি না কানাডার permanent residents বা সিটিজেন তাহলে কানাডায় আসা এর চেয়ে সহজ আর কিছু নেই।
আপনাকে তারা একেবারেই উড়িয়ে নিয়ে যাবে কানাডায়। মানে sponsor করে নিয়ে যাবে।
কারা আপনাকে sponsor করতে পারবে?
আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাস করা কাউকে বিয়ে করেন মানে আপনার spouse সে আপনাকে কানাডায় আনতে পারবে আবেদনের মাধ্যমে। এতে সময় লাগবে আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত ১২ মাসের মতো। তবে পরিস্থিতি বুঝে কিছুটা বেশি সময় লাগতে পারে।
আপনার যদি ছেলেমেয়ে বা grandchildren থাকে যারা কানাডার PR বা সিটিজেন তারা আপনাকে sponsor করতে পারবে।
সরকারিভাবে spinsoring এর জন্য খরচ পড়ে সাধারণত $1,135 CAD.
আপনারা শুনে খুশি হবেন যে, কানাডার sponsorship এর প্লান দিন দিন বাড়ছে। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে এ বছর কানাডা welcome জানাবে 105,000 নিউ permanent residents শুধুমাত্র ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে।।
কানাডা একটা উদার কান্ট্রি। এখানে বিশ্বের সব দেশ থেকে বহু সংখ্যক ইমিগ্রান্ট আনা হয় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে।
এদেশে ইমিগ্রান্টরা সরকারি সকল সুবিধা পায় ও সুষ্ঠুভাবে বসবাসের নিশ্চয়তা থাকে।
আপনাদের সবার মঙ্গল হোক।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপনার যদি কানাডায় ফ্যামিলি মেম্বার থাকে যে কি না কানাডার permanent residents বা সিটিজেন তাহলে কানাডায় আসা এর চেয়ে সহজ আর কিছু নেই। আপনাকে তারা একেবারেই উড়িয়ে নিয়ে যাবে কানাডায়

কানাডায় যাওয়ার সহজ মাধ্যম

আপডেট সময় : ০১:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
কানাডায় বৈধভাবে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে। প্রায় সবগুলোতেই রয়েছে অনেকগুলো criteria বা শর্ত। যেগুলো পূরণ না হলে আবেদন মঞ্জুর হয় না। কানাডায় আসার ভিসা পাওয়া যায় না। যে কোনো ইকোনমিক ইমিগ্রেশনের জন্য দরকার হাই এডুকেশনাল সার্টিফিকেট, excellent English proficiency, জবের অভিজ্ঞতা ও বয়সের criteria মিট করা।
আর অয়ার্ক পারমিটের জন্য আপনার অবশ্যই জব অফার ম্যানেজ করতে হবে। এসব হলো কানাডায় বৈধভাবে আসার উপায়।
তবে আরেকটা উপায় আছে যেখানে বৈধভাবেও আসা যায়, আবার এসব কোনো শর্তও মানা লাগে না।
sponsorship :
আপনার যদি কানাডায় ফ্যামিলি মেম্বার থাকে যে কি না কানাডার permanent residents বা সিটিজেন তাহলে কানাডায় আসা এর চেয়ে সহজ আর কিছু নেই।
আপনাকে তারা একেবারেই উড়িয়ে নিয়ে যাবে কানাডায়। মানে sponsor করে নিয়ে যাবে।
কারা আপনাকে sponsor করতে পারবে?
আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাস করা কাউকে বিয়ে করেন মানে আপনার spouse সে আপনাকে কানাডায় আনতে পারবে আবেদনের মাধ্যমে। এতে সময় লাগবে আবেদন থেকে ভিসা পাওয়া পর্যন্ত ১২ মাসের মতো। তবে পরিস্থিতি বুঝে কিছুটা বেশি সময় লাগতে পারে।
আপনার যদি ছেলেমেয়ে বা grandchildren থাকে যারা কানাডার PR বা সিটিজেন তারা আপনাকে sponsor করতে পারবে।
সরকারিভাবে spinsoring এর জন্য খরচ পড়ে সাধারণত $1,135 CAD.
আপনারা শুনে খুশি হবেন যে, কানাডার sponsorship এর প্লান দিন দিন বাড়ছে। এবং একটা পরিসংখ্যানে দেখা গেছে এ বছর কানাডা welcome জানাবে 105,000 নিউ permanent residents শুধুমাত্র ফ্যামিলি স্পন্সরশিপ প্রোগ্রামের মাধ্যমে।।
কানাডা একটা উদার কান্ট্রি। এখানে বিশ্বের সব দেশ থেকে বহু সংখ্যক ইমিগ্রান্ট আনা হয় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে।
এদেশে ইমিগ্রান্টরা সরকারি সকল সুবিধা পায় ও সুষ্ঠুভাবে বসবাসের নিশ্চয়তা থাকে।
আপনাদের সবার মঙ্গল হোক।
কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা।