ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • ২১ বার পড়া হয়েছে

ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া

কু্ষ্টিয়া জেলাকে কেনো শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয়?
১.বাংলাদেশের সব থেকে উচু বিল্ডিং কুষ্টিয়াতে অবস্থিত(BRB cables Tower 40th floors) ২০০মিটার
২.বাংলাদেশের ২য় বৃহত্তম পৌরসভা ও দেশের প্রাচীন পৌরসভাগুলোর একটি
৩.ঢাকার বাইরে সবচেয়ে বড় শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত
৪. ঢাকার বাইরে সবচেয়ে বড় ৩টি শপিং কমপ্লেক্সের একটি কুষ্টিয়া জেলা পরিষদ শপিং কমপ্লেক্স
৫.জেলা শহরের মধ্যে সবচেয়ে বড় এরিয়াভুক্ত হাউজিং এরিয়া কুষ্টিয়া শহরের, যা বিভাগীয় শহর ময়মনসিংহ ও বরিশাল থেকেও এরিয়ায় বেশি।
৬.বাংলাদেশের সব থেকে বড় প্রাইভেট মেডিকেল হাসপাতাল যা উচু মেডিকেল ২২ তলা (নির্মাধীন সেলিনা মেডিকেল কলেজ)
৭.স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় – কুষ্টিয়া ইসলামীয়া ইউনিভার্সিটি।[I.U] (যা দেশের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয়)
৮.বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয়-কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া।
৯.বাংলাদেশের সর্বপ্রথম রেলসেতু – হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়াতে অবস্থিত। গড়াই রেল ও বলা হয় দেশের প্রথম সেতু যা কুষ্টিয়ায় অবস্থিত।
১০.বাংলাদেশের সর্বপ্রথম রেলস্টেশন-কুষ্টিয়া জগতি রেলস্টেশন।
১১.বাংলাদেশের সর্বপ্রথম রেল জংশন- কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন।
১১.বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি তালিকায় কুষ্টিয়া একটি জেলা।
১২.বাংলাদেশের প্রথম প্রেসক্লাব – কুষ্টিয়াতে অবস্থিত।
১৩.বাংলাদেশের একমাত্র সরকারী অ্যালকোহল তৈরির কারখানা-দর্শনায় অবস্থিত, চুয়াডাঙ্গা (বৃহত্তর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত)
১৪.বাংলাদেশের প্রথম ও বৃহত্তম চিনিকল – কুষ্টিয়াতে অবস্থিত।
১৫.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৬.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৭.বাংলাদেশের সব থেকে দারিদ্র্যের হার কম জেলাগুলোর একটি কুষ্টিয়া জেলা
**উল্লেখযোগ্য ব্যক্তি:
লালন শাহ্ – প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা;
মীর মশাররফ হোসেন – প্রখ্যাত সাহিত্যিক;
অক্ষয়কুমার মৈত্রেয় – ইতিহাসবিদ, আইনজীবী ও সাহিত্যিক এবং বিজ্ঞান সম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃৎ
কাঙাল হরিনাথ – সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি
সৌমিত্র চট্টোপাধ্যায় – কিংবদন্তি অভিনেতা, কবি, সাহিত্যিক। (পৈতৃক নিবাস)
মাহমুদা খাতুন সিদ্দিকা – বাঙ্গালী মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য ছন্দে কবিতা লিখেছেন;
ব্যারিস্টার এম, আমীর-উল-ইসলাম – বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) – অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী;
ড. রাধা বিনোদ পাল – প্রখ্যাত আইনজীবী, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী
প্যারীসুন্দরী দেবী – নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন;
গগন হরকরা – প্রখ্যাত সঙ্গীতজ্ঞ;
শাহ আজিজুর রহমান – রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
হারাধন বন্দ্যোপাধ্যায় – প্রখ্যাত অভিনয় শিল্পী
বেগম বদরুন্নেসা আহমদ (রাজনীতিবিদ) – প্রখ্যাত রাজনীতিবিদ,শিক্ষাবিদ
হাসান ফয়েজ সিদ্দিকী – প্রধান বিচারপতি
মোহিনী মোহন চক্রবর্তী – প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী এন্ড সন্স-এর প্রতিষ্ঠাতা;
হাসানুল হক ইনু- একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য, সভাপতি -জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মাহবুবুল আলম হানিফ – বর্তমান সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ;
পালনকারী;
খগেন্দ্রনাথ মিত্র – খ্যাতনামা শিশু সাহিত্যিক।
এম শমশের আলী: শিক্ষাবিদ ও গবেষক।
কাজী আরেফ আহমেদ – মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার;
স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় – কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ
শিবেন্দ্রমোহন রায় – ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনের শহীদ;
জলধর সেন – ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক।
শরফুদ্দীন আহমেদ:-বীর উত্তম
হাবিবুল বাশার সুমন – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক;
সালাউদ্দিন লাভলু-বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক
জ্যোতিপ্রকাশ দত্ত:-বাংলানদেশী লেখক।
মিজু আহমেদ -অভিনেতা ৷
আহমেদ শরীফ- অভিনেতা।
কচি খন্দকার- বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক
সালমা আক্তার (জন্মঃ ১ জানুয়ারি ১৯৯১) – হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী;
মোহাম্মদ কোরবান আলী – সাবেক খাদ্য প্রতিমন্ত্রী
এনামুল হক বিজয় – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার;
বন্যা মির্জা- মঞ্চ ও টিভি অভিনেত্রী
মোহাম্মদ মিঠুন – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য।
আজিজুর রহমান – কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী;
আবদুর রউফ চৌধুরী – মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
শফি মন্ডল- জনপ্রিয় বাউল শিল্পী।
তথ্যসূত্র
কুষ্টিয়ায় শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা-
বৃহৎ শিল্প – ১২০ টি
মাঝারী শিল্প -২৩০ টি
ক্ষুদ্র শিল্প – ৬২১২ টি
কুটির শিল্প – ২১৮৩৭ টি
এছাড়া বাংলাদেশের বড় বড় শিল্প কারখানার মধ্যে:
এ জেলার উল্লেখযোগ্য শিল্প গ্রুপ
বি আর বি গ্রুপ যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
নাসির গ্রুপ
কে এন বি গ্রুপ
রশিদ গ্রুপ
মা ভান্ডারী গ্রুপ
উডল্যান্ড গ্রুপ
এন বিশ্বাস গ্রুপ
বায়েজিদ গ্রুপ
হেলথকেয়ার গ্রুপ
কুষ্টিয়া গ্রুপ
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল
এছাড়া বাংলাদেশের ৭০% অটো রাইস মিল কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত। যেখান থেকে বাংলাদেশের ৭০-৮০% চাহিদা পূরণ হয়।
সূত্র: উইকিপিডিয়া
ফটো ক্রেডিট: Momin Ahamed
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া

আপডেট সময় : ১২:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ঐতিহ্যে ঘেরা কুষ্টিয়া

কু্ষ্টিয়া জেলাকে কেনো শিল্প সংস্কৃতির রাজধানী বলা হয়?
১.বাংলাদেশের সব থেকে উচু বিল্ডিং কুষ্টিয়াতে অবস্থিত(BRB cables Tower 40th floors) ২০০মিটার
২.বাংলাদেশের ২য় বৃহত্তম পৌরসভা ও দেশের প্রাচীন পৌরসভাগুলোর একটি
৩.ঢাকার বাইরে সবচেয়ে বড় শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় অবস্থিত
৪. ঢাকার বাইরে সবচেয়ে বড় ৩টি শপিং কমপ্লেক্সের একটি কুষ্টিয়া জেলা পরিষদ শপিং কমপ্লেক্স
৫.জেলা শহরের মধ্যে সবচেয়ে বড় এরিয়াভুক্ত হাউজিং এরিয়া কুষ্টিয়া শহরের, যা বিভাগীয় শহর ময়মনসিংহ ও বরিশাল থেকেও এরিয়ায় বেশি।
৬.বাংলাদেশের সব থেকে বড় প্রাইভেট মেডিকেল হাসপাতাল যা উচু মেডিকেল ২২ তলা (নির্মাধীন সেলিনা মেডিকেল কলেজ)
৭.স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম সরকারি বিশ্ববিদ্যালয় – কুষ্টিয়া ইসলামীয়া ইউনিভার্সিটি।[I.U] (যা দেশের ইতিহাসে সর্বপ্রথম ইসলাম বিষয়ক বিশ্ববিদ্যালয়)
৮.বাংলাদেশের সর্বপ্রথম বিদ্যালয়-কুমারখালী সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া।
৯.বাংলাদেশের সর্বপ্রথম রেলসেতু – হার্ডিঞ্জ ব্রিজ কুষ্টিয়াতে অবস্থিত। গড়াই রেল ও বলা হয় দেশের প্রথম সেতু যা কুষ্টিয়ায় অবস্থিত।
১০.বাংলাদেশের সর্বপ্রথম রেলস্টেশন-কুষ্টিয়া জগতি রেলস্টেশন।
১১.বাংলাদেশের সর্বপ্রথম রেল জংশন- কুষ্টিয়া পোড়াদহ রেলস্টেশন।
১১.বাংলাদেশের সব থেকে শিক্ষার হার বেশি তালিকায় কুষ্টিয়া একটি জেলা।
১২.বাংলাদেশের প্রথম প্রেসক্লাব – কুষ্টিয়াতে অবস্থিত।
১৩.বাংলাদেশের একমাত্র সরকারী অ্যালকোহল তৈরির কারখানা-দর্শনায় অবস্থিত, চুয়াডাঙ্গা (বৃহত্তর কুষ্টিয়ার অন্তর্ভুক্ত)
১৪.বাংলাদেশের প্রথম ও বৃহত্তম চিনিকল – কুষ্টিয়াতে অবস্থিত।
১৫.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৬.বাংলাদেশের প্রথম বৃহৎ শিল্প ও প্রথম গার্মেন্টস ফ্যাক্টরি-মোহিনী মোহন মিলস কুষ্টিয়াতে অবস্থিত।
১৭.বাংলাদেশের সব থেকে দারিদ্র্যের হার কম জেলাগুলোর একটি কুষ্টিয়া জেলা
**উল্লেখযোগ্য ব্যক্তি:
লালন শাহ্ – প্রখ্যাত বাউল ও মরমী গানের স্রষ্টা;
মীর মশাররফ হোসেন – প্রখ্যাত সাহিত্যিক;
অক্ষয়কুমার মৈত্রেয় – ইতিহাসবিদ, আইনজীবী ও সাহিত্যিক এবং বিজ্ঞান সম্মত প্রণালীতে বাংলা ভাষায় ইতিহাস রচনায় পথিকৃৎ
কাঙাল হরিনাথ – সাময়িক পত্রসেবী, সমাজ বিপ্লবী ও বাউল কবি
সৌমিত্র চট্টোপাধ্যায় – কিংবদন্তি অভিনেতা, কবি, সাহিত্যিক। (পৈতৃক নিবাস)
মাহমুদা খাতুন সিদ্দিকা – বাঙ্গালী মুসলিম মহিলাদের মধ্যে প্রথম সনেট ও গদ্য ছন্দে কবিতা লিখেছেন;
ব্যারিস্টার এম, আমীর-উল-ইসলাম – বিশিষ্ট আইনজীবী ও মুক্তিযোদ্ধা
যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় (বাঘা যতীন) – অগ্নিযুগের প্রখ্যাত স্বদেশী নেতা ও সশস্ত্র সংগ্রামী;
ড. রাধা বিনোদ পাল – প্রখ্যাত আইনজীবী, আইন সম্পর্কিত বহু গ্রন্থের রচয়িতা ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আন্তর্জাতিক সামরিক আদালতের বিচারকের দায়িত্ব পালনকারী
প্যারীসুন্দরী দেবী – নীলকর টমাস আইভান কেনির কৃষকদের উপর অত্যাচারের বিরুদ্ধে কৃষক আন্দোলন করেন;
গগন হরকরা – প্রখ্যাত সঙ্গীতজ্ঞ;
শাহ আজিজুর রহমান – রাজনীতিবিদ ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী
হারাধন বন্দ্যোপাধ্যায় – প্রখ্যাত অভিনয় শিল্পী
বেগম বদরুন্নেসা আহমদ (রাজনীতিবিদ) – প্রখ্যাত রাজনীতিবিদ,শিক্ষাবিদ
হাসান ফয়েজ সিদ্দিকী – প্রধান বিচারপতি
মোহিনী মোহন চক্রবর্তী – প্রখ্যাত ব্যবসায়ী ও পূর্ববাংলার সর্ববৃহৎ কাপড়ের কল চক্রবর্তী এন্ড সন্স-এর প্রতিষ্ঠাতা;
হাসানুল হক ইনু- একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক তথ্যমন্ত্রী, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য, সভাপতি -জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
মাহবুবুল আলম হানিফ – বর্তমান সংসদ সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ;
পালনকারী;
খগেন্দ্রনাথ মিত্র – খ্যাতনামা শিশু সাহিত্যিক।
এম শমশের আলী: শিক্ষাবিদ ও গবেষক।
কাজী আরেফ আহমেদ – মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক ও বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার;
স্যার মন্মথনাথ মুখোপাধ্যায় – কলকাতা হাইকোর্টের বিচারপতি ও আইনশাস্ত্রবিদ
শিবেন্দ্রমোহন রায় – ব্রিটিশ আমলের কমিউনিস্ট কর্মী এবং মানবাধিকার আন্দোলনের শহীদ;
জলধর সেন – ভ্রমণ কাহিনী ও উপন্যাস লেখক।
শরফুদ্দীন আহমেদ:-বীর উত্তম
হাবিবুল বাশার সুমন – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক;
সালাউদ্দিন লাভলু-বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক
জ্যোতিপ্রকাশ দত্ত:-বাংলানদেশী লেখক।
মিজু আহমেদ -অভিনেতা ৷
আহমেদ শরীফ- অভিনেতা।
কচি খন্দকার- বাংলাদেশী অভিনেতা, চিত্রনাট্যকার এবং টিভি পরিচালক
সালমা আক্তার (জন্মঃ ১ জানুয়ারি ১৯৯১) – হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী;
মোহাম্মদ কোরবান আলী – সাবেক খাদ্য প্রতিমন্ত্রী
এনামুল হক বিজয় – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার;
বন্যা মির্জা- মঞ্চ ও টিভি অভিনেত্রী
মোহাম্মদ মিঠুন – বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য।
আজিজুর রহমান – কবি, গীতিকার ও কুষ্টিয়ার ইতিহাস সন্ধানী;
আবদুর রউফ চৌধুরী – মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ এবং কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
শফি মন্ডল- জনপ্রিয় বাউল শিল্পী।
তথ্যসূত্র
কুষ্টিয়ায় শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা-
বৃহৎ শিল্প – ১২০ টি
মাঝারী শিল্প -২৩০ টি
ক্ষুদ্র শিল্প – ৬২১২ টি
কুটির শিল্প – ২১৮৩৭ টি
এছাড়া বাংলাদেশের বড় বড় শিল্প কারখানার মধ্যে:
এ জেলার উল্লেখযোগ্য শিল্প গ্রুপ
বি আর বি গ্রুপ যেটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠান।
নাসির গ্রুপ
কে এন বি গ্রুপ
রশিদ গ্রুপ
মা ভান্ডারী গ্রুপ
উডল্যান্ড গ্রুপ
এন বিশ্বাস গ্রুপ
বায়েজিদ গ্রুপ
হেলথকেয়ার গ্রুপ
কুষ্টিয়া গ্রুপ
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল
এছাড়া বাংলাদেশের ৭০% অটো রাইস মিল কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত। যেখান থেকে বাংলাদেশের ৭০-৮০% চাহিদা পূরণ হয়।
সূত্র: উইকিপিডিয়া
ফটো ক্রেডিট: Momin Ahamed