বুধবারে এসিল্যান্ডের গণশুনানীঃ
সরকারী ছুটির দিন ও প্রটোকল ব্যতিত প্রত্যেক বুধবার সকাল ১০.০০ হতে ১১.৩০ টা অবদি সহকারী কমিশনার (ভূমি)র কার্যালয়ে গণশুনানী নেয়া হবে। ভূমি বিষয়ক যেকোন আলাপ, পরামর্শ, উপদেশ, দৃষ্টিপাত উক্ত সময়ে সবিস্তারে আলোচনা করা যাবে। উক্ত সময়ে কেউ অফিসিয়াল মোবাইল ফোনেও(অফিসিয়াল নম্বরের হোয়াটস এপ) গণশুনানীতে অংশ নিতে পারবেন।।
আপনার এসিল্যান্ড, আপনার পাশে।।