উপসংহার
বনানী সিনহা
*************************
তুমি না হয়…..
আমার কবিতার শেষ লাইনেই থেকো।
সারাদিনের এলোমেলো ভাবনাগুলো
একটু একটু করে সাজিয়ে…
মিলে যাবো, তোমাতেই …।
কর্মব্যস্ত সময় পেরিয়ে…
কখনো শান্তিতে ,কখনো অশান্তিতেই
ধাবমান হবো তোমার বুকেই….।
কবিতার শরীর জুড়ে থাক না… কিছু ছন্দ
কিছু মিল অমিল উপমা ব্যঞ্জনা গুরুচণ্ডালী..।
অথবা কিছু প্রেম….
কিছু মান অভিমান বিদ্রোহ পাওয়া না পাওয়া।
অবশেষে; ঠিক মিলে যাবো তোমাতেই।
আমি শুধু তোমারি তৃষ্ণায়; তোমার সাথেই…
শুরু থেকে শেষ অবধি,
কলমের বিন্দু বিন্দু ফোঁটায় অনুভূতিগুলো কে
আঁকবো জীবনের পরতে পরতে…..,
তুমি শুধু প্রতীক্ষায় থেকো আমার উপসংহারে।।
“”””””””””””””””””””””
রচিত-১৭ই মার্চ ২০২৩ নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।