পিঁপড়েরা চলে যায়
জেবুন্নেছা জেবু
কোন কিছুই কিছু নয়
মাঝেমাঝে তাই মনে হয়
এই ধরা সকল সৃষ্টি বিনিময়
সকলই চায় হারাতে ভালোবাসায়।
ঐ যে বৃক্ষ পাতার মতন
সেও ঝরে অকারন
বুঝি না প্রেমের কি ধরন
রবে কি বন্ধু আমরন?
পিঁপড়েরা চলে যায়
কালের নিয়মে সকাল সন্ধ্যায়
ভালোবাসারা কেনো কুয়াশার মতো হয়?
জীবন নির্মিত অসংখ্য শাখায়।
ঘাসের উপর জ্যোৎস্না আসে
শেষ বিকেলে রোদ হাসে
ভোরের স্নিগ্ধতা আসে বাতাসে
সূর্যের উদয়ে প্রকৃতি নাচে।
ইটের খাচাঁয় বন্দী দেয়াল
খুজেঁ ফিরে পুস্প মুখরিত সকাল
দুরে ঐ ঢেউ খেলানো কাশ বন
কদমের ডালে বসে পাখি গাইতে চায় গান।
হতে চাই ঐ দুর নীলাকাশ
বিস্তৃর্ন মাঠে অবারিত সবুজ ঘাস
হোক ঘাসের বুকে ভালোবাসার নিবাস
রৌদ্র খেলায় খেলিবে যখন মিস্টি বাতাস।
ঝরে পড়া আম কুড়াবো
হালকা বৃষ্টিতে জাম ঝরাবো
তারপর তীব্র ঝড়ের বেগে হারাবো
বার বার অবর্নিল শিশির হবো।
হৃদয় মরে না বুড়ো হয় না
সে সবুজ পাতার মতো জেগে রয়,
ধরনীর গান কভু শেষ হয় না
জীবন মানে না কোন পরাজয়।।