তুমি
আ শ রা ফু ল ই স লা ম
================
তুমি শস্যবতী
তোমার কাছে কিছুই চাইনি আমি
চেয়েছিলাম ধানে ধন্যে শস্যে ভরবে আমার গোলাঘর
কিন্তু দিন শেষে দেখি ইঁদূরে খেয়ে আমার সবই করেছে সর্বনাশ।
তুমি রুপবতী
তোমার কাছে কিইবা প্রত্যাশা ছিল আমার
ভেবেছিলাম আলোর আলোয় ভরবে আমার বাসরঘর
কিন্তু রাত শেষে দেখি জীবন আমার আঁধারে করেছে ভর।
তুমি গুণবতী
কী অসীম ক্ষমতা তোমার
যেখানে সূর্যেরা আকুতি ভরে ভোরের আলো ছড়ায়
তাইতো তোমার কাছে সবই নিষ্ফল
আমার সব ভালবাসা-প্রণয়।
তুমি শস্যবিহীন বিস্তৃত মাঠ
ভেবেছিলাম ফুলে-ফলে ভরবে আমার সব প্রত্যাশার ক্ষেত
এখন তো দেখি কষ্টের জলাধারে ভরে গেছে সব ভূমি
আর দূর থেকে কেবলই হাসো নিষ্ঠুর হাসি তুমি ।
তুমি স্পর্শহীন এক অনুভব
জীবনের ধাপে-ধাপে কেবলই উষ্ণতা ছড়াও
কিন্তু মহাপ্রলয়ে কোথাও খুঁজে পাই না অস্তিত্ব তোমার
তবুও তুমি শুধু তোমারই তুলনা
তাহলে বলো কেমনে তোমায় ভুলে থাকা যায়?
তুমি নীলাম্বরী আমার
জানি এখানে নীল আকাশ নেই
আছে মেঘে ঢাকা এক আলোহীন ভূবন
তবুও তোমাকে ছাড়া কেন জানি
কিছুতেই মানে না এ মন।
আনন্দনগর,বাড্ডা, ঢাকা: ১৫ মে-২০২৩ ইং।