অস্পষ্ট মুখ
ফাতেমা হক মুক্তামনি
ইদানিং ক্রমশ অস্পষ্ট হচ্ছে তোমার স্মৃতি
নতুন নতুন স্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে সব,
মানুষের জীবন বড্ড বেদনাদায়ক ___
এখানে কষ্টের স্মৃতি বিনামূল্যে বিতরণ হয়।
দিনের পর দিন আসবে এটাই প্রকৃতির নিয়ম
তাই বলে কী দিনে দিনে আপন মানুষ পর হয়ে যাবে?
সব অনুভব, অনুভূতি স্মৃতি হয়ে মুখ থুবড়ে পড়ে রবে?
তারপর ___
তারপর সেই স্মৃতিও একদিন অস্পষ্ট হবে?
এখন আমার আর মানুষের জীবন ভালো লাগে না
মানুষের সাথে মানুষের সম্পর্ক, টিকে থাকে না
রক্তের বাঁধনও, স্বার্থের কাছে থমকে দাঁড়ায়
______মানুষ এখন, অমানুষের কাছে বড্ড অসহায়।
১৯শে জুন ২০২০
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
কাব্যগ্রন্থ — (বৃষ্টি ও বৃক্ষ)
প্রকাশকালঃ— ২০২১
See less