ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ কর্মী আবশ্যক::
সাত দিনের কাগজ সাপ্তাহিক যায় সময় পত্রিকায় আপনাকে স্বাগতম...

অস্পষ্ট মুখ

অস্পষ্ট মুখ

ফাতেমা হক মুক্তামনি

ইদানিং ক্রমশ অস্পষ্ট হচ্ছে তোমার স্মৃতি
নতুন নতুন স্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে সব,
মানুষের জীবন বড্ড বেদনাদায়ক ___
এখানে কষ্টের স্মৃতি বিনামূল্যে বিতরণ হয়।

দিনের পর দিন আসবে এটাই প্রকৃতির নিয়ম
তাই বলে কী দিনে দিনে আপন মানুষ পর হয়ে যাবে?
সব অনুভব, অনুভূতি স্মৃতি হয়ে মুখ থুবড়ে পড়ে রবে?
তারপর ___
তারপর সেই স্মৃতিও একদিন অস্পষ্ট হবে?

এখন আমার আর মানুষের জীবন ভালো লাগে না
মানুষের সাথে মানুষের সম্পর্ক, টিকে থাকে না
রক্তের বাঁধনও, স্বার্থের কাছে থমকে দাঁড়ায়
______মানুষ এখন, অমানুষের কাছে বড্ড অসহায়।

১৯শে জুন ২০২০
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
কাব্যগ্রন্থ — (বৃষ্টি ও বৃক্ষ)
প্রকাশকালঃ— ২০২১ 

See less
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অস্পষ্ট মুখ

আপডেট সময় : ১২:০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

অস্পষ্ট মুখ

ফাতেমা হক মুক্তামনি

ইদানিং ক্রমশ অস্পষ্ট হচ্ছে তোমার স্মৃতি
নতুন নতুন স্মৃতির অতলে তলিয়ে যাচ্ছে সব,
মানুষের জীবন বড্ড বেদনাদায়ক ___
এখানে কষ্টের স্মৃতি বিনামূল্যে বিতরণ হয়।

দিনের পর দিন আসবে এটাই প্রকৃতির নিয়ম
তাই বলে কী দিনে দিনে আপন মানুষ পর হয়ে যাবে?
সব অনুভব, অনুভূতি স্মৃতি হয়ে মুখ থুবড়ে পড়ে রবে?
তারপর ___
তারপর সেই স্মৃতিও একদিন অস্পষ্ট হবে?

এখন আমার আর মানুষের জীবন ভালো লাগে না
মানুষের সাথে মানুষের সম্পর্ক, টিকে থাকে না
রক্তের বাঁধনও, স্বার্থের কাছে থমকে দাঁড়ায়
______মানুষ এখন, অমানুষের কাছে বড্ড অসহায়।

১৯শে জুন ২০২০
বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।
কাব্যগ্রন্থ — (বৃষ্টি ও বৃক্ষ)
প্রকাশকালঃ— ২০২১ 

See less