স্রষ্টার নিকট আকুতি
গোলাম মাওলা সিকদার
হে সৃষ্টিকারী, হিংসা বিদ্বেষ লোভ ক্রোধ অন্তরে কেনো সৃষ্টি করো? ক্ষতিকর প্রেরণা অন্তর থেকে মুছে ফেলো, অন্তর সুপ্রসন্ন করো, স্বচ্ছ সুন্দর অনুভূতি সৃষ্টিকরো।আমরাতো তোমারই সৃষ্টি, তুমি সবকিছুর নিয়ন্ত্রণ কর্তা। সাবলীল শান্তিময় জীবনযাপন ও পরিচ্ছন্ন স্বাভাবিক কার্যপ্রণালী তুমি দেখতে চাওনা? তোমার কি ইচ্ছে হয় না সকল জীব সুন্দর স্বাভাবিক কার্যক্রম করে শান্তিপূর্ণ জীবনযাপন করুক? আমিতো ভালোকাজ করার প্রেরণা পেয়ে ভালোকাজ করে ঝামেলামুক্ত জীবনযাপন করতে চাই, এবং আমি সর্বদা চাই ” মানুষ মানুষের জন্য মানুষ জীবের জন্য “এ-ই নীতিতে চলতে ও কাজ করতে। সেই প্রেরণা কি অন্তরে নিরবচ্ছিন্ন সৃষ্টি করতে পারোনা? আমিতো শুদ্ধভাবে চলতে চাই, শুদ্ধ কাজ করতে চাই তবুও মনের অজান্তেই প্রেরণা আসে হিংসা বিদ্বেষ লোভ ক্রোধের, এটা কেনো হয়? হে সৃষ্টিকারী আমার দোষ কি? শাস্তি কিন্তু আমার এবং আমাদেরই পেতে হয়, কেনো এমন হয় বা করো ? আজ কোনো কথা শুনবো না, কোনো কথা মানাবো না, আমার কথা শোনো, বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টিকারী তুমি, নিয়ন্ত্রণ কর্তা তুমি। সকল জীবের ভালোকাজ সুসম্পন্ন করার অন্তরে নিরবচ্ছিন্ন সুপ্রেরণা দাও, বিশ্বব্রহ্মাণ্ড সাবলীল সুন্দর পরিচালনা করো, সকল জীবের সুখশান্তি দাও। আমি জগতটা সুন্দর সাবলীল শান্তিময় দেখতে চাই, অতঃপর শেষ বিদায় নিতে চাই এবং তোমার সান্নিধ্যে যেতে চাই। হে সৃষ্টিকারী আমার অন্তরের বাসনা পূর্ণ করো।
cvfdgg